প্রেস কাউন্সিল রেগুলেশনের নিম্নবর্ণিত বিধি অনুযায়ী যে কোনো সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক অথবা কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে সাদা কাগজে সচিব, প্রেস কাউন্সিলকে সম্বোধন করে অভিযোগ দায়ের করা যায়:
৮:১:এ যে সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক অথবা কর্মরত সাংবাদিকের বিরূদ্ধে অভিযোগ আনা হবে তার বা তাহাদের নাম ও ঠিকানা দিতে হবে। অভিযুক্ত সংবাদ বা নিবন্ধ বা সম্পাদকীয় বা প্রতিবেদনের মূল পেপার এবং অভিযোগের সমর্থনে যথাসম্ভব সংশ্লিষ্ট দলিলপত্র দিতে হবে।
৮:১:বি অভিযুক্ত সংবাদ প্রভৃতি কিভাবে আপত্তিজনক বলে ফরিয়াদী বিবেচনা করেন তার বর্ণনা দিতে হবে।
৮: ১:সি ফরিয়াদীর বিবেচনায় প্রকাশিত আপত্তিজনক খবর প্রভৃতি সম্পর্কে সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক এবং কর্মরত সাংবাদিককে কোন প্রতিবাদ পাঠানো হয়েছে কিনা, সেই প্রতিবাদ প্রকাশিত হয়েছে কিনা, তা দরখাস্তে লিখতে হবে। প্রতিবাদ পাঠানো না হলে কেন পাঠানো হয়নি তার ব্যাখ্যা দিতে হবে।
৮:২ অভিযোগ দায়ের করার সময় আবেদনপত্রের পাদটীকায় নিম্নলিখিত ঘোষণাগুলো থাকতে হবে ;
(১) ফরিয়াদী তার জানা এবং বিশ্বাসমতে কাউন্সিল সমীপে সংশ্লিষ্ট সর্বপ্রকার সত্য ঘটনা পেশ করেছেন এবং অভিযোগের বর্ণিত কোনো বিষয়ে অন্য কোনো আদালতে কোনো প্রকার মামলা চালু নেই।
(২) কাউন্সিলে তদন্ত চলাকালীন সময়ে অভিযোগের কোনো বিষয়ে অন্য কোনো আদালতের বিষয়বস্তুতে পরিণত হলে কালক্ষেপণ না করে ফরিয়াদী তা কাউন্সিলকে অবহিত করবেন।
৮:২:৩ কাউন্সিলে অভিযোগ দায়ের করার সময় ফরিয়াদীকে বিবাদীর সমসংখ্যক অভিযোগপত্রের অতিরিক্ত অনুলিপি দিতে হবে।
প্রেস কাউন্সিল একটি কোয়াছি জুডিশিয়াল প্রতিষ্ঠান। অন্য কাউকেও সম্বোধন করে লিখিত আবেদনপত্র/চিঠি/অভিযোগ ইত্যাদির অনুলিপি কাউন্সিলের বিজ্ঞ চেয়ারম্যান সমীপে প্রেরণ করে প্রেস কাউন্সিলে মামলা দায়ের করা যায় না।
অতিরিক্ত তথ্য জানার জন্য প্রয়োজনবোধে অফিস চলাকালীন সময়ে সচিবের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যেতে পারে। যোগাযোগ: সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল- ০২-২২৬৬৩৮০১৪।