বিগত ১৮ ডিসেম্বর (বুধবার) ২০১৯ বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবগঠিত ১৯তম কাউন্সিলের ১ম সাধারণ অধিবেশন মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিজ্ঞ সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোজাফ্ফর হোসেন পল্টু, মালিক, দৈনিক প্রভাত; সৈয়দ রেজাউর রহমান, সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল; জনাব ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক, দি ডেইলি অবজারভার; জনাব তাসমিমা হোসেন, সম্পাদক, দৈনিক ইত্তেফাক; খন্দকার মনিরুজ্জমান, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সংবাদ; প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, জনাব ইশতিয়াক রেজা, সহ-সভাপতি, বিএফইউজে এবং জনাব নূরে জান্নাত আখতার সীমা, নির্বাহী কমিটির সদস্য, বিএফইউজে। আলোচ্য বিষয় উপস্থাপন করেন প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) জনাব মোঃ শাহ্ আলম।
সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর মাননীয় চেয়ারম্যান নবগঠিত ১৯তম কাউন্সিলের উপস্থিত সকল বিজ্ঞ সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে পুনঃ মনোনয়ন পাওয়ায় বিজ্ঞ সদস্যগণও মাননীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভায় বিজ্ঞ সদস্যবৃন্দ বলেন যে, বাংলাদেশে প্রেসের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে প্রেস কাউন্সিল পূর্বের তুলনায় অনেক গতিশীল হয়েছে। ভবিষ্যতে সংবাদপত্র ও সাংবাদিকদের অভিভাবক হিসাবে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এজন্য উপস্থিত সকলেই আন্তরিকতার সহিত একসাথে কাজ করার অভিব্যক্তি পোষণ করেন। পরবর্তীতে কাউন্সিলের বিভিন্ন কমিটি গঠন করা হয়। বিশেষ করে বিজ্ঞ সদস্য জনাব মোজাফ্ফর হোসেন পল্টুকে প্রেস অ্যাপিলেট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়। এছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২০ এর জুরিবোর্ডের চেয়ারম্যান হিসেবে দৈনিক ইত্তেফাক এর সম্পাদক জনাব তাসমিমা হোসেন এবং জুরিবোর্ডের সদস্য হিসেবে দৈনিক সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামানকে মনোনয়ন দেয়া হয়। সবশেষে মাননীয় চেয়ারম্যান উপস্থিত সবাইকে ডিসেম্বর মাসে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সভা শেষ করেন।