Wellcome to National Portal
  • 2024-08-18-06-24-f38037c6e928dae913f1df695f19559a
  • 2024-08-18-06-25-1635eed6209f12b7d87bc587467a08b7
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুন ২০২২

বরেণ্য সাংবাদিক, কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার চৌধুরীর স্মরণে স্মরণসভা


প্রকাশন তারিখ : 2022-06-19

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আগামী ২১ জুন ২০২২/০৭ আষাঢ় ১৪২৯ মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় পিআইবি অডিটোরিয়াম (লেভেল-৪), ৩, সার্কিট হাউজ রোড, ঢাকায় বরেণ্য সাংবাদিক, কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’এর রচয়িতা, বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০১৮ এর আজীবন সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মরহুম আবদুল গাফফার চৌধুরীর স্মরণে এক স্মরণসভা আয়োজন করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি, এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। স্মরণসভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাসসের চেয়ারম্যান ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত দুইজন সদস্য জনাব মোজাফ্ফর হোসেন পল্টু ও জনাব সাইফুল আলম এবং পিআইবির মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মকবুল হোসেন, পিএএ স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্মরণসভায় সভাপতিত্ব করবেন বিচারপতি মো. নিজামুল হক নাসিম, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল।