প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর ৪(৩) এবং ৪(৫) উপধারা অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের ১২ সেপ্টেম্বর ২০১৯ তারিখের প্রজ্ঞাপন নং-১৫.০০.০০০০.০২০.০৬.০৩৩.১১-৪৩৩ এর মাধ্যমে দুইজন মাননীয় সংসদ সদস্যসহ নির্ধারিত সংগঠন/প্রতিষ্ঠান হতে ১৪ জনকে মনোনয়ন প্রদান করে ১৯তম কাউন্সিল গঠন করা হয়েছে। ০২ অক্টোবর ২০১৯ তারিখে উক্ত প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি বিধিবদ্ধ সংস্থা। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকতার মান উন্নয়নে বঙ্গবন্ধুর সরকার ১৯৭৪ সনে বাংলাদেশ প্রেস কাউন্সিল অ্যাক্ট প্রণয়ন করার মাধ্যমে বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেন। সংবাদপত্রের সুস্থ বিকাশের জন্য বিধি প্রণয়নের মাধ্যমে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য ১৯৯৩ সালে আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে সাংবাদিকতার সাধারণ নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধির আলোকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিক সমাজকে উদ্বুদ্ধ ও অধিকতর সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
এছাড়া, দ্য প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনস (ডিক্লারেশন এন্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী সংর্শ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট পত্রিকার ডিক্লারেশন প্রদান করেন। যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে জেলা ম্যাজিস্ট্রেট পত্রিকার ডিক্লারেশন প্রদান না করলে কিংবা বাতিল করলে এ সংক্রান্ত সকল আপিল বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান এর নেতৃত্বে গঠিত প্রেস অ্যাপিলেট বোর্ডে নিষ্পত্তি করা হয়।