প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া’র আমন্ত্রণে ভারতের ন্যাশনাল প্রেস ডে উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য ও দি ডেইলি অবজারভার এর সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী (মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রেস উপদেষ্টা) এর নেতৃত্বে ০৪ (চার) সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ১৪-১৮ নভেম্বর ২০১৯ দিল্লী সফর করেন। প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত দুই সদস্য খন্দকার মনিরুজ্জামান (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সংবাদ) ও জনাব আব্দুল মজিদ (যুগ্ম মহাসচিব, বিএফইউজে) এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব (যুগ্ম সচিব) জনাব মোঃ শাহ্ আলম ভারত গমন করেন। ১৬ নভেম্বর ২০১৯ তারিখে ভারতের ন্যাশনাল প্রেস ডে উদযাপন অনুষ্ঠানে ভারতের ভাইস প্রেসিডেন্ট শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভাদিকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতায় কৃতিত্বের জন্য কৃতি সাংবাদিকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ১৫ নভেম্বর ২০১৯ তারিখে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করার লক্ষ্যে প্রতিনিধিদল বাংলাদেশ প্রেস কাউন্সিল এর পক্ষে সার্কভূক্ত দেশের প্রেস কাউন্সিলসমূহের মধ্যে অনুষ্ঠিত এক কনফারেন্সে যোগদান করেন। উক্ত কনফারেন্সে ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকা, মায়ানমার এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।